বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত বিপর্সী চাকমার, সহায়তার আহ্বান
বেরোবি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ির গঙ্গাতলী গ্রামের এক শিক্ষানুরাগী পরিবারের সন্তান বিপর্সী চাকমা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু মেধা থাকা সত্ত্বেও পরিবারিক আর্থিক সংকট তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা বিপর্সী এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পান। আগামী মাসের ৫ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার নির্ধারিত সময় থাকলেও প্রয়োজনীয় খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তাঁর পিতা শান্তিপূর্ণ চাকমা।
অত্যন্ত স্বল্প আয়ের এই পিতার একমাত্র স্বপ্ন সন্তানকে উচ্চশিক্ষিত করা। প্রাথমিক পর্যায়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলেও চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় খরচ জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। তাই যেকোনো সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা তাঁদের জন্য আশার আলো হতে পারে।