গংগাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানী সাংবাদিক হাবিবুর রহমান সেলিম যৌথবাহিনীর হাতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গংগাচড়ায় ধর্মীয় অবমাননার ঘটনাকে কেন্দ্র করে আলদাদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকায় অভিযোগে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে গ্রেফতার করেছে যৌথবাহিনী । তার বিরুদ্ধে ওই ঘটনায় সরাসরি জড়িত থেকে হামলাকারীদে উস্কনী দেয়া ও সেখানে হামলাকারীদে নিভৃত করতে থাকা সেনাবাহিনীর বিরুদ্ধে বিরুপ মন্তব্য করার অভিযোগ রয়েছে।
এইসব অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার গংগচড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ।
রংপুরের গংগাচড়ার আলদাদপুরে সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলার ঘটনায় এ পর্যন্ত যৌথবাহিনী গতকাল শনিবার বিকেল পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ জানান, হাবিবুবর রহমান সেলিমকে যৌথবাহিনী গ্রেফতার করার পর তার মোবাইলে বিভিন্ন ডিজিটাল কনটেইন পাওয়া পেয়েছে, যে গুলো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় উস্কানী দেয়াসহ সেনাবাহিনী যখন হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছিল তখন সে ঘটনাস্থলে থেকে সেনাবাহিনীকে নানাভাবে লোকজনকে দিয়ে বিবৃত করছিল। সেগুলোর ভিডিও চিত্র পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে গংগাচড়া মডেল থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছে স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। সে নিজেকে ওই পত্রিকার সাংবাদিক হিসেবে পাগলাপীর প্রতিনিধির পরিচয় দিয়েছে।
এদিকে এ বিষয়ে রংপুর গংগাচড়া মডেল থানার ওসি আল ইমরান জানিয়েছেন তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার মোবাইলে ও স্যোসাল মিডিয়ায় তার দেয়া তথ্য উপাত্ত পাওয়া গেছে। যা ওই হামলার ঘটনাকে উস্কানীদাতা হিসেবে তার সত্যতা মিলেছে।