বিএনপি'র প্রার্থীর পক্ষে হাজার হাজার কর্মী সমর্থকের নির্বাচনীয় মিছিল
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রংপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের পক্ষে ধানের শীষের বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরশহরের পুরাতন বাজার থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের কেন্দ্র শহীদ মিনার, জিতেন্দ্রনাথ মঞ্চ, এল এস ডি গোডাউন, থানার মোড়, মিতা সিনেমা রোড, কথাকলি রোড, সাহাপুর মাঠ, হাসপাতাল রোড, উপজেলা রোড, সিও রোড, হক সাহেবের মোড় হয়ে পুরাতন বাজারে এসে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মী, সমর্থক ও জনগণ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে বদরগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান সড়ক।
মিছিলে কর্মী সমর্থকরা শ্লোগান দেন ভোট দেবো কিসে ধানের শীষে, বারবার দরকার মোহাম্মদ আলী সরকার, দুর্দীনের মোহাম্মদ আলী ভাই সংসদে তোমায় চাই, যোগ্য প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা, যোগ্য দেখে পক্ষ নিন মোহাম্মদ আলীকে ধানের শীষে ভোট দিন।দলমত নির্বিশেষে সবার প্রিয় মোহাম্মদ আলী ভাই।সংসদে তোমায় চাই।এ সময় বদরগঞ্জ ও তারাগঞ্জ সহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের কয়েক হাজার হাজার জনগণ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকরা ধানের শীষের প্রচার মিছিলে অংশ নেয়।মিছিলটি পৌরশহর প্রদিক্ষণকালে রাস্তার দুই ধারে পথচারী, ব্যবসায়ী, রিক্সা চালক, অটোচালক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণ হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এই মিছিলের মাধ্যমে রংপুর ২ বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, দল মনোনীত প্রার্থীর পক্ষে রয়েছে বলে অনেকেই মনে করছেন। রংপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলী সরকার নির্বাচনী প্রচার মিছিলকে ঘিরে বদরগঞ্জ ও তারাগঞ্জ কে ভোটের রাজনীতিতে নতুন মোড় দিবে বলে অনেকেই প্রত্যাশা করেন।