গঙ্গাচড়ায় এ টি এম গোলাম মোস্তফা বাবু'র গণসংযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মার্কার মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা বাবু গণসংযোগ করেছেন। তিনি মঙ্গলবার বিকেলে থেকে উপজেলার বড়বিল ইউনিয়নের মালিপের বাজার, ওকড়া বাড়ী বাজার, পাল্লারহাট, বকশিগঞ্জ, বাগপুর বাজারে গণসংযোগ করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, সেক্রেটারি মোঃ ইউনুস আলী, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম, রংপুর জেলা ইসলামী যুব আন্দোলন সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলন উপদেষ্টা মোঃ আলতাব হোসেন, গঙ্গাচড়া উপজেলা ইসলামী আন্দোলন সহসভাপতি মাওলানা আজিজুর রহমান দিনি সংগঠন, গঙ্গাচড়া উপজেলা শাখা সদর মাওলানা আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, বড়বিল ইউনিয়ন সেক্রেটারি আসাদুল হক, গঙ্গাচড়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল মান্নান ইসলামী যুব আন্দোলন গঙ্গাচড়া উপজেলা সভাপতি মোঃ জালালুদ্দিন নয়ন, সেক্রেটারি মোঃ আবুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মোঃ মোকছেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।