২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

রংপুর জেলা প্রশাসকের সাথে গঙ্গাচড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা

8 hours ago
99


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সাথে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (৭ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাল্টিপারপারস অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলার  সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের আন্তরিকতার কথা উল্লেখ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার উপজেলার বিভিন্ন  সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ১২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে  হুইল চেয়ার বিতরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth