২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাবিতে সাংবাদিকদের মানববন্ধন

3 months ago
262


রাবি সংবাদদাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চার দফা দাবি তুলে ধরা হয়—সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, নিহতের পরিবারের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের নেওয়া, সংবাদ প্রকাশে বাধা দিলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের তালিকা করে সব ব্যয়ভার বহন করা।

রাবি প্রেসক্লাব সভাপতি মনির হোসেন মাহিন বলেন, “সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে—এটা আমরা সবাই দেখেছি। জুলাই-পরবর্তী সময়েও যদি সাংবাদিকদের নিরাপত্তা না হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মনে রাখবেন, সাংবাদিকরা যেমন কলম চালাতে জানে, প্রয়োজনে সেই কলম অস্ত্রে পরিণত করতে পারে।”

তিনি ইন্টেরিম সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনারা এসির হাওয়া খাওয়ার জন্য ক্ষমতায় বসেননি। দায়িত্ব পালন করতে না পারলে গদি ছেড়ে দিন। যোগ্য মানুষের অভাব নেই এই দেশে।”

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইরফান তামিম বলেন, “আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থানের সরকার নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু তারা ব্যর্থ। সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ড এখন নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে।”

রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এরকম ঘটনা আরও বাড়বে।”

প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাকিব বলেন, “নৃশংস এই হত্যাকাণ্ডের পরও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার কোনো বক্তব্য না আসা দুঃখজনক। সাংবাদিকদের অভিভাবক হয়ে আপনি নীরব থাকতে পারেন না।”

মানববন্ধনে ক্যাম্পাস ও শহরের প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন। তাদের একটাই দাবি—ন্যায়বিচার, নিরাপত্তা ও রাষ্ট্রের দায়িত্বশীলতা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth