সাংবাদিক তুহিন হত্যাসহ সাংবাদিকদের উপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি:
গাজীপুরের নির্ভিক সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের গুম,খুন.মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার সকাল ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্ম সুচী পালন করা হয়।
মানববন্ধনে হিলিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাংবাদিক তুহিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় জড়িত যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত বিচার সম্পুর্ন করে ফাঁসির দাবী জানান। সেই সাথে সাংবাদিকদের কাজের সুষ্ঠ পরিবেশ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল বাহির করা হয় মিছিলটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুলহক তাজ, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আলতাফ হোসেন, মোস্তাফিজার রহমানসহ অনেকে।