জাতীয় যুব দিবস উপলক্ষে রংপুরে বৃক্ষ রোপন সহ বিভিন্ন কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষ রোপন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। যুব উন্নয়র অধিদপ্তর রংপুর ও প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ওয়াই মুভস প্রকল্পের আয়োজনে ১১ আগস্ট সোমবার সকাল ১০ টায় নগরীর মর্ডান মোড় সংলগ্ন রংপুর মডেল কলেজ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রংপুরের উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের প্রোগাম অফিসার মোছাঃ হাবিবা হেলেন, যুব উন্নয়র অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক মোঃ আখিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারি পরিচালক মো: সিহাব উদ্দিন শেখ, রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ সানজিদা ফেরদৌসী, রংপুর মডেল কলেজের গভার্নিং বডির সদস্য মো: শফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনছার আলী। অনুষ্ঠানে “সহিংসতা রুখে দাঁড়াক, তরুণ কণ্ঠে” ক্যাম্পেইন আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনের লক্ষ্য হল জনসাধারণ, ব্যক্তিগত এবং ডিজিটাল সকল ক্ষেত্রে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ক্ষতিকারক রীতিনীতি গুলিকে চ্যালেঞ্জ করার, ভুক্তভোগীদের সমর্থন করার এবং নিরাপদ সম্প্রদায়ের পক্ষে সমর্থন করার জন্য যুবদের ক্ষমতা জোরদার করা। লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা পরিষেবার জন্য যুব, স্থানীয় প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের মধ্যে জোট গড়ে তোলা। এই প্রোগ্রাম এর মার্ধ্যমে সকলের অভিজ্ঞতা এবং দক্ষতা ক্যাম্পেইনের উদ্দেশ্যের সাথে অনুরণিত হবে এবং অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করবে।