১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকাকে সংবর্ধনা

2 weeks ago
59


রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকাকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে রাণীশংকৈলে বলিদ্বারা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফোরাম এর আয়োজনে  সংবর্ধনা শেষে নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায়  মানব কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত হোপ প্রকল্পের মানবাধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকা, বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক বেলাল হোসেন, আনোয়ার হোসেন ও এমকেপির রাশেদুল আলম লিটন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারী পুরুষের সমতা ছাড়া একটি টেকসই সমাজ গঠন সম্ভব নয়। এজন্য নারীদেরকে নিজ নিজ ক্ষেত্রে নিজের অবস্থান গড়ে তুলতে হবে। নারী যদি ক্ষমতায়িত হয় তাহলে নারীরা নিজের এবং অন্যান্যদের মানবাধিকার রক্ষায় কাজ করে টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে। আর নারীর পক্ষে যে তা সম্ভব তার উদাহরণ সাগরিকা।

দেশের একেবারেই প্রত্যন্ত অঞ্চল থেকে সে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান তৈরী করেছে। বক্তারা আশা প্রকাশ করেন সাগরিকাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের আরো অনেকেই নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। সংবর্ধনা শেষে শিক্ষার্থী ফোরাম এর উদ্দ্যেগে এক প্রীতি কিশোরী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth