১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

দুর্গাপূজা উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

2 hours ago
9


পাটগ্রাম( প্রতিনিধি) লালমনিরহাট :

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আটদিন বন্ধ থাকবে। তবে ঐ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণের এরকম একটা চিঠি পেয়েছি, আমরাও চিঠি ইস্যু করে এই সময় স্থলবন্দর আমদানি- রপ্তানি বন্ধ রাখার কথা ব্যবসায়ীদের জানিয়েছি।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৮ দিন স্হলবন্দরের  আমদানি- রপ্তানি বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন- স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আট দিন বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বুড়িমারী স্হল শুল্ক স্টেশন(কাস্টমস)।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে আটদিন আমদানি -রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে। বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি- রপ্তানি বন্ধ রাখার চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৮ দিন স্হলবন্দরের  আমদানি- রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে আগামী ৫ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth