বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল উপজেলা বিএনপি’র আয়োজনে প্রায় একহাজার পাঁচশত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৫ বুধবার দুপুরে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সহকারী শিক্ষক যোতিষ চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং দিনাজপুুর মাতাসাগর এস আর এ ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ইন্সট্রাক্টর (টেক্সটাইল) প্রদীপ সিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি এড. আব্দুল বাকী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, দিনাজপুর জেলা প্রচার দলের আহ্বায়ক এম আক্কাস। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইট।
এসময় প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন- আপনারা উৎসব নির্বিঘ্নে পালন করবেন। ভয় পাবার কোন কারণ নেই। কেউ যদি বাঁধার কারণ হয়ে দাড়ায় আমাদের খবর দিবেন আমরা তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। এদেশটা আমাদের সকলের। প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই রাষ্ট্র সকল ধর্মে সমান অধিকার দিয়েছে, তাই আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।