১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

লালমনিরহাটের কালেক্টরেট মাঠ সংরক্ষণের আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত

2 hours ago
14


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে ঐতিহ্যবাহী কালেক্টরেট মাঠকে হুমকির মুখ থেকে রক্ষা করে সংরক্ষণের আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠের সামনে সড়কে লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কালেক্টরেট মাঠ সংলগ্ন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালেক্টরেট মাঠ সংলগ্ন এলাকাবাসী এলকে রেজা সম্রাট-এঁর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুরভি রহমান, চাঁদ, সাজ্জাদ খান, নুপুর আক্তার প্রমুখ। এ সময় কালেক্টরেট মাঠ সংলগ্ন এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমনিরহাট কালেক্টরেট মাঠে পূর্ব দিকে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ ও কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয় দেয়াল ঘেঁষে রাস্তা নির্মাণ করে মাঠ ছোট করা ও মাঠকে হুমকি মুখে ফেলা হচ্ছে। মাঠে আবার মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ জায়গা দাবি করতেছে, যার কারণে মাঠে রাস্তা হলে মাঠের আয়তন কমে আসবে আর সৌন্দর্য ভরা গাছ কাটা পড়বে। বলা বাহুল্য যে সেই রাস্তার কোন দরকার নেই, বরং মাঠের সঠিক গঠন রেখে দৃষ্টিনন্দন করা যেতে পারে। রাস্তা হলে পাশে মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয় থাকায় সেখানে পড়ালেখার ব্যাঘাতসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। আমরা মাঠ রক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth