১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

শাটডাউন স্থগিত, ক্লাস-পরীক্ষায় ফিরছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

2 hours ago
16


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে তারা ক্লাস ও পরীক্ষায় ফেরার ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম এ ঘোষণা দেন। তবে তিনি সতর্ক করে বলেন, “লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও কঠোর আন্দোলনে যাবো।”

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রশাসন সহযোগিতা কামনা করে এবং লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দেয়।

অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “উপাচার্য আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেই ভিত্তিতেই আমরা কর্মসূচি প্রত্যাহার করছি। তবে প্রতিশ্রুতি ভঙ্গ হলে আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

এ বিষয়ে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান) বলেন, “আমরা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছি। আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলনে ফিরব।”

তিনি আরও বলেন, “পোষ্য কোটার বিষয়ে আমরা কোনো বক্তব্য দিচ্ছি না। আর রাকসু নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রশাসন ও নির্বাচন কমিশনের।”

এর আগে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফেরেন। ফলে দুই প্রধান শিক্ষকগোষ্ঠীই এখন একে একে স্বাভাবিক শিক্ষাক্রমে ফিরছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth