১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ঘোড়াঘাটে বিএনপিতে যোগ দিলেন ৩ ইউপি সদস্য

3 hours ago
18


ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও নগদ অর্থ সহায়তা প্রদানের অনুষ্ঠানে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের তিনজন ইউপি সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নতুন যোগদানকারী ইউপি সদস্যরা হলেন ২নং ওয়ার্ড সদস্য ওহিদুরজ্জামান জামান বাবু, তিনি জামাতের সদস্য ছিলেন, আওয়ামীলিগের নিবার্চনের সময় আওয়ামীলিগের ভোটের প্রচারনা চালিয়েছেন এবং ভোট সংগ্রহের কাজ করে ছিলেন । ৩নং ওয়ার্ড সদস্য সোনামিয়া মোল্লা তিনি জাতিয়পাটির সদস্য ছিলেন। ও ৮নং ওয়ার্ড সদস্যমফিজুল হক । অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এসময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সিংড়া ইউনিয়ন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী জানান, ‘ওহিদুরজ্জামান বাবুকে ২০১৪-১৫ সালের দিকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি কেবল সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth