১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

গঙ্গাচড়ায় আগুনে কৃষকের বাড়ি ভস্মীভূত

2 hours ago
40


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব খামারটারী মিয়াজী পাড়ায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক আজারুল ইসলামের একটি বাড়ি ভস্মীভূত হয়েছে।

বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা কাপড়-চোপড়, আসবাবপত্র, ফ্রিজ, ফ্যান, রাইস কুকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এছাড়া সাত লাখ টাকার তামাক ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় গৃহবধূ আসেদা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ক্ষতিগ্রস্ত আজারুল ইসলাম বলেন, সবকিছু পুড়ে গেছে, চোখের সামনে নিঃস্ব হয়ে গেলাম। কীভাবে সন্তানদের নিয়ে চলব তা বুঝতে পারছি না।

প্রতিবেশী শাহিন মিয়া জানান, আমরা সবাই চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। পুরো ঘর মুহূর্তেই ছাই হয়ে গেছে।খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে অসহায় পরিবারটি মানবেতর জীবন যাপন করছে

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth