১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বাংলাদেশে চাল রফতানি নিয়ন্ত্রনে রফতানির ক্ষেত্রে নতুন নিময় জারি করেছে ভারত সরকার

2 hours ago
12


হিলি প্রতিনিধি:

বাংলাদেশে চাল রফতানি নিয়ন্ত্রনে চাল রফতানির ক্ষেত্রে নতুন নিময় জারি করেছে ভারত সরকার। এখন থেকে নন বাসমতি চাল রফতানিতে সেদেশের কৃষি ও খাদ্য পণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (অচঊউঅ) এর সাথে চুক্তি নিবন্ধন সাপেক্ষে তা রফতানি করতে হবে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বানিজ্য শাখা এই সংক্রান্ত একটি নির্দেশনা জরি করেছে। সেসমস্ত চাল আমদানির ঋণপত্রের বিপরিতে টেন্ডার করা হয়েছে সেগুলোর ছাড়া, নতুন করে যেসব ঋণপত্র খোলা হবে সেগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন ভারত সরকার।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, চাল রফতানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালা গ্রহণের ফলে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। এছাড়াও চাল আমদানির খরচ আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে। এতে করে খুচরা বাজারে চালের দাম বেড়ে যাবে বলেও জানান তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth