চুরির অপবাদে চার যুবককে মারধরের ঘটনায় গ্রেফতার ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে ৪ যুবককে চুরির অপবাদে ঘুম থেকে ডেকে নিয়ে ঘরের তীরে ঝুলিয়ে সারারাত নির্যাতন করে ইউপি সদস্য ও তার লোকজন। এ ঘটনায় নির্যাতিত যুবক হাসান মিয়ার মা শাহিনুর বেগম সদস্য সহ চারজনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় রাতে মামলা দায়ের করেন।সেই মামলায় রবিউল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান।
জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঘোনাটারী গ্রামের আব্দুর রউফের ছেলে এনামুলের একটি শ্যালো মেশিন চুরির অপবাদে একই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জেলালের ছেলে হাসান (২২)কে গভীর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে এনামুলের বাড়িতে একটি ঘরে আটক করে রাখেন। একই ঘটনায় ঘটনায় রজবোল্লারহাট গ্রাম থেকে ফজলার রহমানের ছেলে সজীব (২২) আবু তাহেরের ছেলে ফুলবাবু (২৬) ও নান্দু মিয়ার ছেলে মজিবুল (১৩) বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে একই ঘরে আটক রাখেন। পরে সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা সুমনের নেতৃত্বে এনামুল, জিয়াদুল ও রবিউল ইসলাম ওই ৪ যুবককে ঘরের তীরে ঝুলিয়ে সারারাত মারপিট করে চার যুবকে গুরুতর আহত করেন। চার যুবকে মারধর করে তাদের কাছ থেকে জোরপূর্বক মুঠোফোনে চুরির স্বীকারোক্তি মুলক জবানবন্দী ধারণ করেন ইউপি সদস্য সুমন। ওই সময় তাদের কে হুমকি দিয়ে বলা হয়, যদি মারপিটে ঘটনা প্রকাশ কিংবা থানা পুলিশ ও সাংবাদিক কে জানানো হলে চুরির স্বীকারোক্তি জবানবন্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এছাড়াও নির্যাতিত্ব চার যুবকের কাছ থেকে চারটি মোবাইল কেড়ে নেওয়া নেন তারা।খবর পেয়ে এলাকাবাসী ও চার যুবকের লোকজন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে বদরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনন্ত মহন রায় জানান, কতকাল রাতের মামলা হওয়ার পরেই অভিযান চালিয়ে রবিউল ইসলাম নামের একজনকে গ্রেফতার করতে কোন হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।