হরিদেবপুর ইউনিয়নে যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার, হরিদেবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ৷আজ সকালে হরকলি মাদ্রাসা হলরুমে যুব বিভাগের কর্মী নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর সদর উপজেলার (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম৷ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিদেবপুর ইউনিয়ন সভাপতি/ সেক্রেটারি ও হরিদেবপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি / সেক্রেটারি ৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রংপুর সদর উপজেলার যুব বিভাগের সভাপতি ও উপজেলা বাইতুলমাল সম্পাদক মোঃ হাদিউজ্জামান ৷ রংপুর ৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। দেশের সকল প্রকার দুর্নীতি দূর করা হবে। (আমির) বলেন আসুন আমরা সবাই মিলে সদর ৩ আসনে দাঁড়ি পাল্লাতে ভোট দিয়ে বিজয় করি।