ফুলবাড়ীতে বেড়ি বাঁধের দাবীতে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি :
কুড়িগ্রামে ফুলবাড়ীতে টেকসই বেড়ি বাঁধের দাবীতে প্রখর রোদকে উপেক্ষা করে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমন্ডল গ্রামে ধরলা নদীর তীব্র ভাংগন রোধে এটি দাবীতে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলা জামায়াতের সুরা সদস্য রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, ছাত্র আজিজুল ইসলাম, নারী প্রতিনিধি নাজমা আকতার, বেসরকারি সংস্থার প্রতিনিধি আরিফ সিদ্দিকি, গ্রীন ভিলেজ পরিচালক আব্দুর রশিদসহ স্থানীয়রা মানববন্ধনে বক্তারা জানান, ধরলা নদীর ভাঙ্গনে চর গোরকমন্ডল গ্রামে চলতি বর্ষা মৌসুমে প্রায় তিন মাস ধরে তীব্র ভাঙ্গন দেখা দেয়। ফলে বাড়ীঘরসহ বিভিন্ন ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। এখান থেকে পরিত্রান পাওয়ার জন্য সরকারের দৃষ্টি কামনা করেন।