১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

2 weeks ago
90


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার কুন্দন গ্রামে রোববার(৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সৈয়দ মজিবর রহমান (৭৫) নামক মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থ্যতায় রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমান (৭৫) ইন্তেকাল করেন। বিকেলে কুন্দন গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক সামসুদ্দিন মণ্ডল আবুল, সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার ও অন্যান্য সহযোদ্ধাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।  মুক্তিযোদ্ধা সৈয়দ মজিবর রহমানের মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক সামসুদ্দিন মণ্ডল আবুল ও সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth