তিস্তা নদী থেকে পাথর বোঝাই নৌকা জব্দ ও বিনষ্ট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় তিস্তা নদী হতে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ২৪ (সেপ্টেম্বর) বুধবার দুপুর পর্যন্ত তিস্তা নদীতে তিন ঘণ্টা অভিযান চালিয়ে প্রশাসন ও আইনশৃখলা বাহিনী পাথর বোঝাই নৌকা ও মেশিন জব্দ করে। এ সময়় পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত ১৩ টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করেন এবং পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করে। অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৬ জন সদস্য এবং পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন। এলাকাবাসীরা জানান, কতিপয় প্রভাবশালী মহলের ব্যক্তিরা উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে দীর্ঘ দিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে নৌকায় পরিবহন করে আসছে। অবৈধ ভাবে পাথর উত্তোলনের কারণে নদীর প্রবাহ ও তীরবর্তী এলাকার বাড়িঘর, ফসলি জমি ভাঙন ও পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়েছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান বলেন, নদী দখল ও অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে নদী ও পরিবেশ রক্ষায় কেউ ছাড় পাবে না। তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলা এর কঠোর অভিযান অব্যাহত থাকবে