উলিপুরে প্রতারণা ও জমি জোর জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রতারণা ও জমি জোর জবর দখলের অভিযোগ উঠেছে ননদাই'র (ননদের স্বামী) বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সুরভী বেগম। ২০২৪ সালের ২২ ডিসেম্বর কুড়িগ্রাম জর্জ কোর্টের আমলী আদালত উলিপুর অঞ্চলে মামলাটি দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর রিপোটার্স ইউনিটির হলরুমে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুরভী বেগম এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া এলাকার জয়নাল আবেদীন (৫৭), আব্দুল হাই (৬০), আবু মিয়া (৫৭), লাল মিয়া (৫৫), রাজু মিয়া (৩৫), চামেলী বেগম (৫৫) ও শেফালী বেগম (৬০)।
সংবাদ সম্মেলনে সুরভী বেগম অভিযোগ করে বলেন, আমার ননদের স্বামী জয়নাল আবেদীন অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং রংপুরের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (চএঈই)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই পরিচয়কে ব্যবহার করে তিনি স্থানীয়ভাবে প্রভাব খাটাচ্ছেন।
তিনি অভিযোগে আরো বলেন, আমার স্বামী অসুস্থ থাকায় জীবদ্দশায় নিজের মালিকানাধীন প্রায় ৭৫ শতক জমি আমার নামে লিখে দেন। পাশাপাশি পৈত্রিক সূত্রে পাওয়া আরও ৪৫ শতাংশ জমিও তার নামে দলিল করে দেন। পরবর্তীতে পারিবারিক সমঝোতার মাধ্যমে তিনি ওই জমি তার বড় ননদ চামেলী বেগমের স্বামী জয়নাল আবেদীনের কাছে ৫০ লক্ষ টাকায় বিক্রয় করি। চুক্তি অনুযায়ী প্রথমে ৫ লক্ষ টাকা দেওয়া হলেও বাকি টাকা এখনো পরিশোধ করেননি জয়নাল আবেদীন। বরং সময় ক্ষেপন করে আরও জমি লিখে দিলে পুরো টাকা পরিশোধ করা হবে বলে চাপ সৃষ্টি করেন। এ ছাড়াও বিভিন্ন সমন্বয়ক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার জমি জবরদখল করতে চাইছে।
ভুক্তভোগীর প্রদত্ত নথি অনুসারে জমি দাবি করেন, দলিল নং- ৫৭৪১ দলিলের তারিখ-২৯/০৮/২০১৯ ইং ও আর.এস দাগ নং–৩১৬৩, ৩০৬১, ৩০৮৮, ২০৭০
সব মিলিয়ে ভুক্তভোগীর নামে দলিলভুক্ত জমির পরিমাণ প্রায় ৭৫ শতক।
অভিযুক্ত জয়নাল আবেদীনের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি কোন উত্তর না দিয়ে পরে যোগাযোগ করবেন বলে জানান।
ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে সুরভী বেগমেরর স্বামী এম.এ মান্নান সরকার রতন উপস্থিত ছিলেন।