১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রাজারহাটে মরা গরুর মাংস বিক্রি মামলায় ২কসাইয়ের জামিন না মঞ্জুর

2 hours ago
17


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে মরা গরুর মাংস বিক্রির মামলায় বুধবার(২৪সেপ্টেম্বর) ২ জন মাংস বিক্রেতার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। গত ২৩আগষ্ট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে মাংস সেটে মরা গরুর মাংস বিক্রি করার চেষ্টা চালালে জনসাধারণ মাংস সহ মাংস বিক্রেতা আলম মিয়াকে আটক করে উপজেলা প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে রাজারহাট উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ঘটনাস্থলে গিয়ে আটককৃত দেড় মণ মাংস মাটিতে পুঁতে দেন। এ সময় মাংস বিক্রেতা আটক আলম মিয়া কৌশলে সটকে পড়েন। পরে অভিযুক্ত মাংস বিক্রেতা সাকিব উদ্দিনের ছেলে আলম মিয়া(৪৫) ও মজির উদ্দিনের ছেলে হায়দার আলী(৫৫) বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৩৪/৪০ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়ের করেন রাজারহাট উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আঃ লতিফ। দীর্ঘ ১মাস পর বুধবার(২৪সেপ্টেম্বর) কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে ওই ২ কসাই জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth