১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

2 weeks ago
127


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে এবং তিনি নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। গ্রেফতার শাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাসহ নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে রংপুরে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে নীলফামারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, অপরাধ দমন ও পলাতক আসামী গ্রেফতারে টিম কোতয়ালী সর্বদা তৎপর রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth