১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

খানসামায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

2 weeks ago
41


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

"দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলায় কৃষি সম্পসারন অধিদপ্তরের আয়োজনে   প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বারি মাসকলাই-৩ জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এতে প্রায় অর্ধ শতাধিক কৃষকের মাঝে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কামরুজ্জামান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ নাসিব আহমেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: আাল-মুক্তাদির ল।

কৃষকরা জানান, বিনামূল্যের এ সহায়তা তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এতে উৎপাদন খরচ কমবে এবং লাভবান হওয়া যাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth