যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির দ্বায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার সাময়িকভাবে অব্যাহতি

রাবি সংবাদদাতা:
ছাত্রীকে যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে সাময়িকভাবে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, পরিসংখ্যান বিভাগের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায় এবং পরবর্তী পদক্ষেপের জন্য সুপারিশ করে। সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিকতর তদন্তের জন্য নতুন কমিটি গঠন করে এবং তদন্ত চলাকালীন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “অধ্যাপক প্রভাস কুমারকে একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে—এ মর্মে আমি একটি চিঠি পেয়েছি।”
এর আগে, গত ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। পরে বিভাগীয় ফ্যাক্টফাইন্ডিং কমিটি অভিযোগের সত্যতা পায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবিতে শিক্ষার্থীরা একাধিক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।