নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও বাইপাস সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন হয়েছে জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১৪৭৬) উদ্যোগে।
সোমবার দুপুরে (১৫সেপ্টেম্বর) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।
জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো, মোফাখখারুল ইসলাম চিনু ও কামরুজ্জামান বাবু বক্তব্য দেন মানববন্ধনে।
এতে জানানো হয় নীলফামারী মহকুমা থেকে জেলায় উন্নিত হলেও অদ্যাবধি ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়নি এছাড়া শহরকে যানজট মুক্ত করণে ২৫বছর আগে বাইপাস সড়ক নির্মাণ করা হলেও সেটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান জানান, নীলফামারীতে ব্যক্তি মালিকানায় তিন’শরও বেশি ট্রাক রয়েছে। এসব ট্রাক রাখার জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায় যত্রতত্র রাখা হয়। এরফলে নিরাপত্তাহীনতায় ভোগেন চালকরা।
বলেন, দুরদুরান্ত থেকে আসা মালবাহী ট্রাক চালকরাও পড়েন এই বিড়ম্বনায়।
জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো বলেন, নীলফামারী এখন ব্যস্ত শহরে পরিনত হয়েছে। বেড়েছে যানবাহন, বেড়েছে মানুষ। পরিকল্পনা মাফিক উন্নয়ন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে।
বলেন, আমরা প্রশাসনের কাছে আহবান জানাবো, শহরে শৃঙ্খলা ফেরানো, ট্রাক টার্মিনাল এবং নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ করে পরিকল্পিত নগরায়ন যাতে করা হয়।
জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ট্রাক মালিকরা কর্মসূচিতে অংশ নেন।