১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

আঁকাবাকা রাস্তা থাকায় ৩৫ বছর আগে নিজের জমি দান করায় বিপদ

1 week ago
84


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের থানাপাড়া এলাকায় হামিদুল ইসলাম বেপারী নামে এক ব্যক্তি এলাকারবাসীর মসজিদের যাতায়াতের সুবিধার্থে নিজের ১৫ শতক জমি রাস্তার জন্য দান করায় প্রতিবেশী মামলা করায় বিপদে পড়েছেন।

হামিদুল ইসলাম বেপারী বলেন, ৩৫ বছর আগে রাস্তা আঁকাবাকা থাকায় এলাকারবাসীর অনুরোধে আমার নিজের ১৫ শতক জমি দান করে মসজিদে যাতায়াতের জন্য দান করি। এখন নবিবর নামে এক ব্যক্তি শত্রুতা বশত রেকর্ডিও রাস্তা অনুযায়ী আঁকাবাকা রাস্তার জন্য মামলা দায়ের করে।

মামলা করলেও গ্রামবাসী পাশে থাকায় রাস্তা আমাদের পক্ষে ২ বার রায় দেয়।

হামিদুল ইসলাম আরো বলেন, সোজা রাস্তায় টিআর, কাবিখা থেকে যত সরকারি বরাদ্দ সবি এই রাস্তায় করা হয়। এখন রাস্তা পাকাকরণ জন্য গ্রামবাসী গেলে নবিবর রহমান বাদী হয়ে মামলা করে।

৫ নং ওয়ার্ড থানাপাড়া এলাকার বাসিন্দারা বলেন, আমাদের মসজিদে যাতায়াতের জন্য আমরা হামিদুল ইসলামের এই সোজা রাস্তায় চাই, কেননা এই রাস্তা বন্ধ হলে আমরা গ্রামবাসী বিভক্ত হয়ে যাবো তখন অনেক সমস্যা দেখা দিবে গ্রামবাসীদের মধ্যে। আমরা চাই ৩৫ বছরের পুরানা রাস্তা যেন আগের থেকে আরো উন্নত ও পাকাকরণ যেন করা হয়। করিম উদ্দিনের ছেলে নবিবর রহমানের মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয় আর রাস্তা যেন এটাই থাকে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন,

জমির বিষয়টা জানতে পারছি, সরেজমিনে গিয়ে দেখবো, যদি জমির রেকর্ড ঠিক থাকে সে অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth