১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ফুলছড়িতে ইসলামী আন্দোলনের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

1 week ago
71


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি প্রবর্তনের দাবিসহ রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় এ সমাবেশে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বটতলা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলছড়ি থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য দেন, গাইবান্ধা জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ময়নুল হক, ইসলামী ছাত্র আন্দোলনের ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মিলন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। তারা আরও দাবি জানান—জনগণের ভোটাধিকার রক্ষা, খুনিদের বিচার এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে সত্যিকারের পরিবর্তন সম্ভব।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth