১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

রংপুরের হারাগাছ চোরাই অটোরিকশা উদ্ধারসহ দুই যুবক গ্ৰেফতার

1 week ago
48


কাউনিয়া( রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে গ্যারেজে থেকে চুরি হয়ে যাওয়া চোরাই দুইটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুইজন হলেন, উপজেলার হারাগাছ পৌর শহরের সারাই নিউ কাজীপাড়ার বাসিন্দা

মোঃ শুকুর আলী (২৬) ও সারাই চেংটারী এলাকার বাসিন্দা মোঃ সেলিম মিয়া (৩৯)।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুইজনকেই চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মারুফ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, হারাগাছ থানাধীন সারাই নিউ মুন্সিপাড়া চেংটারী এলাকায় সোমবার দিনগত গভীর রাতে স্থানীয় লুলু মিয়ার চার্জার গ্যারেজ থেকে দুইটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরচক্র সদস্যরা। এ ঘটনায় গ্যারেজ মালিক বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ কমিশনার স্যার ও তার দিকনির্দেশনায় ওসির তত্ত্বাবধানে চোরাই অটোরিকশা উদ্ধারে মাঠে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা তদন্তকারী এসআই মনিষ সরকার ও  আজমত আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাত ৯ টার দিকে হাজিরবাজার এলাকা থেকে একটি চোরাই অটোরিকশা উদ্ধার সহ শুকুর আলী ও সেলিম মিয়াকে আটক করে। পরে আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে শুকুর আলীকে নিয়ে রাত  সাড়ে ১২ টার দিকে তাজহাট থানাধীন পানবাজার খামার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে আরেকটি চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মারুফ আহমেদ বলেন, উদ্ধার হওয়া অটোরিকশা দুইটি জব্দ তালিকা করা হয়েছে।  আটক দুইজনকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।  তিনি আরো বলেন, চুরির ঘটনার সঙ্গে আরো জড়িতদের সনাক্ত ও গ্ৰেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth