বিরলে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সকল বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নিয়ে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল।
বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন সজল, দপ্তর সম্পাদক প্রমথ চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক ইয়াকুব আলী, কার্যনির্বাহী সদস্য জাহেদা পারভীন মালা, জাহাঙ্গীর আলম, রুবেল ইসলাম’সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।