রাকসু নির্বাচন: লিফলেট থেকে ভিডিও বার্তা-নতুন কৌশলে সরগরম প্রচারণা

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচন ঘিরে শুরু হয়েছে জমজমাট প্রচারণা। প্রচলিত মাইকিং বা ব্যানার ঝোলানোর পরিবর্তে এবার প্রার্থীরা ভিন্নধর্মী কৌশলে শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। লিফলেট, ভিডিও বার্তা এমনকি অভিনব ডিজাইনের পোস্টার দিয়ে চলছে ভোটার টানার প্রতিযোগিতা। কেউ দলিলের মতো পোস্টার বানাচ্ছেন, কেউবা টাকার আদলে লিফলেট ছাপাচ্ছেন—সব মিলিয়ে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনী উচ্ছ্বাসে মুখর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা হাতে হাতে লিফলেট পৌঁছে দেন শিক্ষার্থীদের কাছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও হলভিত্তিক ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এতে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর আমেজ।
ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন,রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে হারানো প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে ঘনিষ্ঠভাবে পৌঁছাতে এবং তাদের প্রত্যাশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে।
তিনি আরো বলেন,ছোটবেলায় ঈদের সময় যেমন আনন্দ ও উচ্ছ্বাস আমাদের মনে কাজ করতো, এখন রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও ঠিক তেমনই একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। লিফলেট বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কর্মসূচি ও ভিশন তুলে ধরছি।
অন্যদিকে ইসলামি ছাত্রশিবিরের মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন,রাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার। এ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে একটি সুষ্ঠু, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক পরিবেশ প্রতিষ্ঠা করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সমস্যার সমাধান ও তাদের দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য রাকসু হতে পারে সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম।
তিনি আরো বলেন,আমরা প্রতিটি হলে শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করছি, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশাগুলো মনোযোগ সহকারে শুনছি। একই সঙ্গে লিফলেট, ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আমাদের ভাবনা ও কর্মসূচি পৌঁছে দিচ্ছি সবার কাছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কড়াকড়ি নজরদারির আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, নির্বাচনের দিন দুই হাজার পুলিশ মোতায়েন থাকবে এবং ভোট গণনার প্রতিটি ধাপ সরাসরি সম্প্রচার করা হবে।