উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের ইন্তেকাল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার আর নেই। গত শনিবার দিবাগত রাত ১ টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডেঙ্গুজরে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন বিএনপি'র আহবায়ক ও কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল এর পিতা।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারা মধুপুর নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের নামাজে জানাজার আগে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব সরদার, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন প্রমুখ।
এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, ১নং যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, সদস্য সচিব খাইরুল ইসলামসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।