১৩ আশ্বিন, ১৪৩২ - ২৮ সেপ্টেম্বর, ২০২৫ - 28 September, 2025

পলাশবাড়ীতে একই ব্যক্তির দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

2 hours ago
9


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি বেসরকারি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাওহীদ আহমেদ এর মালিকানাধীন নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা এবং রেজাউল করিম মালিকানাধীন রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা, যোগ্য চিকিৎসক ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি না মানা এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পলাশবাড়ীতে একই ব্যক্তির দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। হবে। যারা আইন অমান্য পলাশবাড়ীতে একই ব্যক্তির দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তাওহীদ আহমেদ এর মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পূর্বেও একাধিক বার অর্থ জরিমানা ও সিলগালা করা হয়।এছাড়াও নিউ লাইফ ক্লিনিকে মা সহ যমচ সন্তানের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগও আছে।

অপরদিকে রেখা ডায়াগনস্টিক সেন্টারকেও একাধিক বার অর্থ জরিমানা করা সহ সিলগালা করা হয়েছিলো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth