১৩ আশ্বিন, ১৪৩২ - ২৮ সেপ্টেম্বর, ২০২৫ - 28 September, 2025

রংপুরে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও সাইকেল র‍্যালি

1 hour ago
13


নিজস্ব প্রতিবেদক:

"মনোবল, সাহস আর হাতে রেখে হাত—নতুন স্বদেশে আনি আলোর প্রভাত" এই শ্লোগানকে ধারণ করে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগরী শাখার উদ্যোগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আনুষ্ঠানিকভাবে এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাখার সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা পরিচালক মো. বদিউজ্জামান সাদিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সহকারী পুলিশ কমিশনার নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের ইনস্পেক্টর এলতাস উদ্দিন, ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখার উপদেষ্টা সভাপতি ডা. মোহাম্মদ হোসেন এবং সংগঠনের প্রাক্তন পরিচালকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ফুলকুঁড়ি আসরের ৫১ বছরের গৌরবময় পথচলার প্রশংসা করে বলেন, “ফুলকুঁড়ি আসর সারাদেশে শিশুকিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে। এর আদর্শ ও উদ্দেশ্য যেন সফলভাবে বাস্তবায়িত হয়—এটাই প্রত্যাশা।” পরে তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় সাইকেল র‍্যালি। প্রায় ১০০ জন কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে এটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামারপাড়া ফুলকুঁড়ি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth