ঘোড়াঘাটে বিএনপির মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছা.সাবিনা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহবায়ক মেজবাউল আলম জুয়েল সরকারের সঞ্চালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপি সহ- সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মোছা. জিনাত আরা, সাধারণ সম্পাদক মোছা. শাহিন সুলতানা বিউটি,সহ- সভাপতি মোছা. নাজমা মশির, ঘোড়াঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র- সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাভলু, কোষাধ্যক্ষ মো.মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য মো.সাইফুল ইসলাম চৌধুরী সোহেল।
এছাড়াও উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশ উপজেলা মহিলা দলের কমিটি গঠন বিষয়ে ব্যাপক আলোকপাত করা হয়।