১৯ আশ্বিন, ১৪৩২ - ০৪ অক্টোবর, ২০২৫ - 04 October, 2025

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম

1 hour ago
6


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। হাকিমপুর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি হিলি স্থলবন্দর পরিদর্শন করেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টায় তিনি হিলি স্থলবন্দরে এসে পৌছালে পানামা হিলি পোর্টের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় তিনি বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বন্দরের কর্মকর্তাদের সাথে কিছুক্ষণ কথা বলেন।

পরিদর্শন শেষে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, হিলির অসমাপ্ত রাস্তাগুলোর কাজ দ্রুত শেষ করা হবে। এই বন্দর দিয়ে আমদানির পাশাপাশি রফতানি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth