খানসামায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি কামাল ফকির (৫০) কে আটক করেছে খানসামা থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের দিকনির্দেশনায় এসআই মোস্তাক বিল্লাহ, এসআই নুরনবী, এএসআই মোকলেজ ও সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী ভুল্লির বাজারের পাশে মৃত হরমুজ আলীর ছেলে কামাল ফকিরের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নজমূল হক বলেন,মাদক সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযানের মাধ্যমে আমরা এলাকায় মাদক ব্যবসায়ীদের দমন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।