১৯ আশ্বিন, ১৪৩২ - ০৪ অক্টোবর, ২০২৫ - 04 October, 2025

রংপুরে ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

3 hours ago
43


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এর  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে  আলোচনা সভা ও  দোয়া মাহফিল পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়।  শনিবার দুপুরে  নগরীর গ্রান্ড  হোটেল মোড়স্থ  বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির আয়োজনে

এতে  সভাপতিত্ব করেন  ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, রাজশাহী বিভাগীয় টিম প্রধান ও রংপুর জেলার আহবায়ক মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাও: নুরনবী মিঞাজী ও ১ নং যুগ্ম আহবায়ক মাও: মাহবুবার রহমান মাহবুব । সভায় জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, রংপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল,  বক্তব্য রাখেন, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাও: ইমদাদুল হক, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ও কাউনিয়া উপজেলার আহ্বায়ক  মাওলানা আব্দুল মমিন জেহাদী, জেলার যুগ্ম আহবায়ক ও পীরগঞ্জ উপজেলার  আহবায়ক মাও: শাহ জালাল, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক , মাও; ওমর ফারুক প্রামানিক,  মাও: গোলাম কিবরিয়া, যুগ্ম আহবায়ক মাও: শফিকুল ইসলাম খান, মাও: আব্দুল মতিন, মাও: আবুল কাশেম, জেলার যুগ্ম আহবায়ক মাও: ইউনুস আলী ইমন,১ নং সদস্য মাও: হোসেন সোহরাওয়ার্দী প্রমুখ। এরপর মহানগর ওলামা দলের আয়োজনে  আলোচনা সভা, ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ নুর হক শাহ।

সভায় রংপুর ওলামা দলকে  শক্তিশালী করার লক্ষ্যে  উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনসহ সাংগঠনিক বিষয়ে  গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং জেলার  অবশিষ্ট কমিটিগুলো গঠনের লক্ষ্যে যুগ্ম আহবায়কগণের নেতৃত্বে একটি সাব কমিটি গঠন করা হয়। পরে  বিএনপির প্রতিষ্ঠাতা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের  মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন  সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া  ও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের দীর্ঘায়ু সুস্থতা কামনা সহ রংপুর জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব ও মহানগর ওলামা দলের ভারপ্রাপ্ত আহবায়ক তামপাট নিবাসী মরহুম  মাওলানা নুরুল আবছার দুলাল এবং মহানগর ওলামা দলের আহবায়ক মাহিগঞ্জ নিবাসী মরহুম আফজালুল হক নোমানসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত  কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এসময়  রংপুর জেলা ও বিভিন্ন উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth