ফুলবাড়ীতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ ও সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শতশত উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
রোববার দুপুর ২ টায় শুরু করে সাড়ে ৩ টা পর্যন্ত শত শত শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, প্রধান শিক্ষক মোরশেদ আলম, সুপার সিরাজুল ইসলাম প্রমূখ। পরে শিক্ষক নেতৃবৃন্দ এইএনও বরাররে একটি স্বারকলিপি প্রদান করেন।