২৩ কার্তিক, ১৪৩২ - ০৭ নভেম্বর, ২০২৫ - 07 November, 2025

চিলমারীতে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

3 weeks ago
151


চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে, একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়েছে এবং উপজেলা পরিষদের হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ নারায়ণ চন্দ্র রায়, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বর্মন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর নুর আলম মুকুল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক, শিক্ষার্থীসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth