২৮ আশ্বিন, ১৪৩২ - ১৩ অক্টোবর, ২০২৫ - 13 October, 2025

লাকু আমাদের মনে অনুপ্রেরণা হয়ে চিরকাল বেঁচে থাকবেন-জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম

3 hours ago
43


নিজস্ব প্রতিবেদক:

আনিছুর রহমান লাকু শুধু রাজনীতির সহকর্মী ছিলেন না, ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ সহযোদ্ধা। যার কোন রাগ দেখেনি, অভিমান দেখিনি, যার কোন পারবো না শুনিনি। দলের সংকট-দুঃসময়ে তিনি কখনও পিছু হটেননি। অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলেন সাহসী কণ্ঠস্বর। আমাদের রাজনীতিতে এমন আদর্শবান, ত্যাগী ও নিঃস্বার্থ নেতার অভাব সহজে পূরণ হবে না। লাকুর মতো নেতা সংগঠনের প্রাণ হয়ে থাকেন, তিনি আমাদের মনে অনুপ্রেরণা হয়ে চিরকাল বেঁচে থাকবেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরো শক্তিশালী করব। রোববার রাতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফেরাত কামনায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম। তিনি আরো বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা। দলের সংকটকালেও তিনি সাহসের সঙ্গে নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাঁর মৃত্যু রংপুর বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।

গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, আখেরুজ্জামান মিলন, নাজমুল ইসলাম হুদা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।

এসময় আরো বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুর ইসলাম রাঙ্গা, রংপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুনায়েদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth