২৮ আশ্বিন, ১৪৩২ - ১৩ অক্টোবর, ২০২৫ - 13 October, 2025

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

2 hours ago
58


ঢাকা অফিস

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার বিকালে কক্সবাজারের রামু থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার (১২ অক্টোবর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রামু সেনানিবাসস্থ সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনকে আজ  বিকালে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ আনা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth