২৮ কার্তিক, ১৪৩২ - ১২ নভেম্বর, ২০২৫ - 12 November, 2025

২৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো রূপনগরের আগুন

3 weeks ago
144


ঢাকা আফিসঃ

প্রায় ২৮ ঘণ্টা চেষ্টা করে রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সর্বশেষ কাজ করে ঘটনাস্থলে। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন্য নিহত হয়েছে।

আজ বুধবার বিকেলে ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, আজ বিকেল ৪টা ২০ মিনিটে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ আমাদের ৫টি ইউনিট কাজ করছিল।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে এই আগুনের সংবাদ আসে। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

গতকাল বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গারমেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth