৮ মাঘ, ১৪৩২ - ২২ জানুয়ারি, ২০২৬ - 22 January, 2026

ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা

3 months ago
292


ঢাকা অফিস

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা খাত জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ বুধবার পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন। এতে শাহবাগ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিন দুপুর দুইটার দিকে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের পথরোধ করে পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় আন্দোলনরত শিক্ষকরা নানা দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে, পুলিশের বাধায় শাহবাগে প্রবেশ করতে না পেরে শিক্ষকরা গ্রন্থাগারের সামনেই অবস্থান কর্মসূচি শুরু করেন।

শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন।

রবিবার থেকে শুরু হওয়া‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’এর ব্যানারে তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতির আজ তৃতীয় দিন চলছে। শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth