পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পীরগঞ্জ প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই দিবস হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সচেতনতামূলক ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলায় করণীয় বাস্তব মহড়া প্রদর্শন করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।