২ কার্তিক, ১৪৩২ - ১৭ অক্টোবর, ২০২৫ - 17 October, 2025

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

16 hours ago
19


পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার পায়তারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রবীণ সাংবাদিক ফজলুল কবির,

রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক বিষ্ণুপদ রায়,

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল শান্তস, লাঞ্ছিত সাংবাদিক বাদল হোসেন,সাংবািদক নুর নবী রানা, মুজিবুর রহমান,সিহাব, সাকিব, ব্যবসায়ী সুলতান আলমগীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

উল্লখ্য গত ১২ই অক্টোবর সন্ধায় দুই গ্রুপের সংঘর্ষে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের হাত থেকে মোবাইল ও প্রেসকার্ড কেড়ে নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করেন সন্ত্রাসীরা।

বক্তারা বলেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে গড়ে তুলবে।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth