১ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৫ নভেম্বর, ২০২৫ - 15 November, 2025

পাটগ্রামে এমপিওভুক্ত শিক্ষকদের তিনটি দাবি পুরনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

4 weeks ago
73


পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ২০% বাড়ি ভাড়া ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পাটগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  এমপিওভুক্ত  শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পাটগ্রাম উপজেলা চত্তরে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মমিনুল হক কোয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পানবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম সিনিয়র মাদ্রাসার সুপারেটেন্ডেন মাওলানা আবুল কালাম আজাদ, পাটগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফনি ভূষন শর্মা সহ প্রমুখ।

এসময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তিন দফা থেকে ১ দফায় রুপান্তরিত হবে বলে হুশিয়ারী দেন। বক্তব্যে পাটগ্রাম মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়ালিউর রহমান সোহেল বলেন, ৫০০ টাকা দিয়ে ডাক্তার তো দূরের কথা কবিরাজেও দেখাতে পারেন না এমপিওভূক্ত শিক্ষকরা। এসময় বক্তরা শিক্ষকের উপর হামলাকারী পূলিশের ডিসির প্রত্যাহার দাবি করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth