বদরগঞ্জে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি পালন

বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে এমপিওভুক্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বদরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন।
শিক্ষকদের দাবি মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাতার কর্মসূচি পালন করা হচ্ছে।
বদরগঞ্জ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর ঐক্য জাতীয়করণ প্রত্যাশী আহবায়ক বদরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান, আমাদের এই অবহেলিত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সামান্য পরিমাণ টাকা করে দেয়। আপনারা জানেন এই টাকা কিছুই হয় না। বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে সেভাবে শিক্ষকদের বেতন ভাতা বাড়েনি। সকল শিক্ষকদের দাবি ২০ শতাংশ দিলে কিছুটা হলেও ভালোভাবে চলতে পারবে। তাই বদরগঞ্জ মহিলা কলেজে আমরা সকল শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করছি।