১ কার্তিক, ১৪৩২ - ১৭ অক্টোবর, ২০২৫ - 17 October, 2025

রাষ্ট্র সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

12 hours ago
37


নীলফামারী প্রতিনিধিঃ

রাষ্ট্র সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নীলফামারীরসৈয়দপুরে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নীলফামারী জেলা কমিটি আয়োজিত এ মতবিনিময় সভাটি হয় সৈয়দপুর পৌর কমিউনিটি হলরুমে অনুষ্ঠিত হয়  ৷

এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি নুর আলম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের নারী নেত্রী উম্মেহানি ইসলাম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা সভাপতি ওয়াসিম আলম, জলঢাকা সভাপতি মওলানা আতিকুল্লাহ, জেলা নারী নেত্রী ডালিয়া বেগম। সভা সঞ্চালন করেন জেলার সাংগঠনিক সম্পাদক তানভীর রাশেল।

বক্তারা তাদের বক্তব্যে রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও বাকস্বাধীনতা, নারীর মর্যাদা ও ভূমিকা, সামাজিক সুরক্ষা, মন্ত্রীপরিষদ, আইন সভা ও আনুগত্যের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করে। বক্তারা মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের প্রতি জোর দিয়ে বলেন আইয়ামে জাহেলিয়াতের যুগেও মহানবী এই সমাজ ব্যবস্থা কায়েম করে পৃথিবীর অর্ধেক দুনিয়া শাসন করেছেন। সমাজে প্রতিষ্ঠিত করেছেন শান্তি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth